Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভৌগলিক অবস্থান

আয়তন

১৩ বর্গ কি.মি.

অবস্থান

২৩২১’৪৫.৩৯৫৫৮‌‌” উত্তর অক্ষাংশ এবং ৮৯.৩১’৩৮.৮৮১৮৩” পূর্ব দ্রাঘিমাংশ

সীমানাঃ

উত্তরে

মহম্মদপর উপজেলা

পূর্বে

গুনবহা ইউনিয়ন

পশ্চিমে

মাগুরা জেলা

দক্ষিনে

বানা ইউনিয়ন

জনসংখ্যা

২৩৮৭৪ জন (২০১৮-২০১৯)

নদ-নদী

মধুমতি নদী

জলবায়ু

উষ্ণ ও আদ্র। বার্ষিক গড় বৃষ্টিপাত ২১০০ মিলিমিটার। সর্বোচ্চ গড় তাপমাত্র ৩৫.৩ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা ১৩.২ ডিগ্রী সেঃ। আবহাওয়া-স্বাস্থ্যকর।

জীব-বৈচিত্র্য

পরিবেশের ভারসাম্যহীনতার কারণে জীব বৈচিত্র্য নষ্ট হতে চলেছে। বিভিন্ন প্রজাতির পশু-পাখি, গাছপালা ও মৎস হারিয়ে যাচ্ছে।

পাঁচুড়িয়াতে মূল্যবান গাছের সংখ্যা খুবই কম। এখানে কোন রাষ্ট্রীয় বনভূমি নেই। ইউনিয়নে নারিকেল, সুপারি খেজুর ও তালগাছ প্রচুর জন্মে। পাঁচুড়িয়া মধুমতি নদীর মাছের জন্য বিখ্যাত।

বিলুপ্ত প্রায় বন্য প্রানীদের মধ্যে রয়েছে-খেঁকশিয়াল, বাগডাসা, খাটাস, বেজি, গুইসাপ, রক্তচোষা, বাদুর ইত্যাদি।

বিলুপ্ত প্রায় পাখিগুলো হচ্ছে- শঙ্খচিল, দাড়কাক, তিলাঘুঘু, কাটঠোকরা, লক্ষ্মীপেঁচা, কানাকুয়া, ডাহুক, পানকৌড়ী, ভাতশালিক, দোয়েল, টুনটুনি ইত্যাদি।

এছাড়া চিতল, বোয়াল, পাবদা ও মাগুর সহ প্রায় ২০ প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার পথে।