Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপ-সহকারী কৃষি কর্মকর্তা
ছবি
সিটিজেন চার্টার

    সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
    কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া
    কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
    চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
    সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা
    কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন
    সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
    উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
    সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
    সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
    পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান
    কৃষি বাণিজ্যিকী করন
    কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার

label.column.field_projects

গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ

 

 জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প(NATP):  শ্রেণী ভিত্তিক কৃষকের মাঝে আধুনিক প্রযুক্তি ( যেমন : প্রদর্শনী স্থাপন, প্রশিক্ষন, মটিভেশনাল ট্যুর,কৃষি প্রযুক্তি মেলা ইত্যাদি) সম্প্রসারনের মাধ্যমে ক্ষুদ্র,প্রান্তিক ও মাঝারী কৃষকের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সাথে সাথে ৫% দারিদ্রতা হ্রাস,১০ % ফলন বৃদ্ধি এবং ২০ % আয় বৃদ্ধির লক্ষ্যে ২০০৮-০৯ সন থেকে ৫ বছর মেয়াদে এ প্রকল্প চালু আছে।এ লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে ১০টি ( ৭টি পুরুষ ও ৩টি মহিলা ) করে মোট ৬০টি সিআইজি দল(ফসল) আছে,প্রতিটি দলের সদস্য সংখ্যা ২০ জন। সংগঠন পরিচালনার জন্য কার্যকরী কমিটি আছে এবং  মাসিক সঞ্চয় জমা রাখার জন্য স্থানীয় ব্যাংকে ব্যাংক একাউন্ট আছে। এরা প্রতি মাসে ১টি করে সভা করে তাদের ফসল উৎপাদনে সমস্যার সমাধান ও কৃষির আধুনিক প্রযুক্তি বিস্তারে কার্যকরী ভূমিকা রাখে।

সমন্বিত বালাই ব্যবস্থাপনা (IPM)-(২য় পর্যায় )প্রকল্প : পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের বালাইকে অর্থনৈতিক ক্ষতির নীচে রাখার উদ্দেশ্যে কৃষক মাঠ স্কুল বাস্তবায়ন ও জৈব কৃষির জন্য জৈবিক বালাই প্রদর্শনী স্থাপন।

উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষন (২য় পর্যায়)প্রকল্প: আধুনিক কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের পরিকল্পিত,বাস্তবধর্মী ও হাতে-কলমে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে তাদের চিন্তা চেতনা ও দৃষ্টি ভঙ্গির পরিবর্তন আনয়ন এবং সম্প্রসারণ কর্মীদের কারিগরী দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষি গবেষনালব্ধ ফলাফল ও মাঠপর্যায়ের ফলাফলের মধ্যে ফলন পার্থক্য কমানো।

চাষী পর্যায়ে উন্নতমানের ধান,গম,পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ কর্মসূচী :  ২০১২-১৩ অর্থ বছর হতে চাষী পর্যায়ে প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উন্নতমানের ধান,গম,পাট বীজ উৎপাদন করে এলাকার অন্যান্য কৃষকের মাঝে আধুনিক জাতের সম্প্রসারণ ও স্থানীয়ভাবে উন্নত বীজের চাহিদা পূরণ করা ।

চাষী পর্যায়ে উন্নতমানের ডাল,তেল,পিয়াজ বীজ উৎপাদন ও সম্প্রসারণ কর্মসূচী :  ২০১২-১৩ অর্থ বছর হতে চাষী পর্যায়ে প্রদর্শনী স্থাপনের মাধ্যমে উন্নতমানের ডাল,তেল,পিয়াজ বীজ উৎপাদন করে এলাকার অন্যান্য কৃষকের মাঝে আধুনিক জাতের সম্প্রসারণ ও স্থানীয়ভাবে উন্নত বীজের চাহিদা পূরণ করা ।

যোগাযোগ

উপ সহকারী কৃষি কর্মকর্তার অফিস

পাঁচুড়িয়া ইউনিয়ন

চাঁদড়া, আলফাডাঙ্গা, ফরিদপুর।